গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়
ঝালকাঠি
বিশেষ বিজ্ঞপ্তি
এতদ্বারা সর্বসাধারণের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, মহিলা বিষয়ক অধিদপ্তরাধীন “কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল” কর্মসূচির আওতায় ঝালকাঠি পৌর এলাকায় নতুনভাবে ২০০ জন ভাতাভোগী নির্বাচন করা হবে। ঝালকাঠি পৌর এলাকায় স্থায়ীভাবে বসবাসকারী দুঃস্থ, অসহায় গর্ভবতী অথবা দুগ্ধদায়ী মা’দের আগামী ৩০/১০/২০১৮ তারিখের মধ্যে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, সাধনার মোড়, ঝালকাঠিতে নির্ধারিত ফরমে আবেদন দাখিল করার জন্য অনুরোধ করা হলো।
আবেদন ফরম প্রাপ্তির স্থান : জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়/
সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়/ নিকটস্থ ফটোকপিয়ারের দোকানসমূহে।
শর্তাবলী : ১. আবেদনকারীকে দুঃস্থ/অসহায় হতে হবে।
২. সর্বোচ্চ ২য় গর্ভধারী/দুগ্ধদায়ী মা হতে হবে।
৩. জমির পরিমান : ভূমিহীন/০.০১৫ একরের কম।
আবেদন পত্রের সাথে যে সকল কাগজ-পত্র দাখিল করতে হবে :
১. আবেদন ফরমের নির্ধারিত স্থানে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর এর সুপারিশকৃত স্বাক্ষর থাকতে হবে।
২. ০৪ কপি রঙিন ছবি।
৩. জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
৪. গর্ভাবস্থা প্রমাণে ডাক্তারী সনদের ফটোকপি/ বাচ্চার টিকার কার্ড/জন্মসনদের ফটোকপি।
সকল কাগজপত্র সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক সত্যায়িত হতে হবে।
উল্লেখ্য যে, ইতিপূর্বে যারা আবেদন পত্র দাখিল করেছেন- তাদের পুনরায় আবেদন দাখিল করার প্রয়োজন নেই।
অনুরোধক্রমে,
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা
ঝালকাঠি
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস